পরিশ্রম ছাড়া কিভাবে সফল হওয়া যায়
সফল হতে হলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া সফল হওয়া যায় কি? এটার উওর পরে দিচ্ছি।সব মানুষই চায় সফল হতে, সেটা কর্মক্ষেত্রে হোক বা বাস্তব জীবনে। সফল হওয়া মানে এই না যে সারাজীবন আপনার কর্মক্ষেত্রে দিয়ে দিবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন সফল হতে হলে পরিশ্রম এর বিকল্প নেই।পরিশ্রম যত করবেন ততই সফল হতে পারবেন।
পরিশ্রম ছাড়া সফল হওয়া যায়?
অবশ্যই যায় না। আপনি যত পরিশ্রম করবেন ততই সফল হবেন। অনেক বলে থাকেন বনের রাজা পরিশ্রম কম করে, গাধা এতো পরিশ্রম করে লাভ টা কি হয়।গাধাঁ তো আর বনের রাজা হতে পারে না।বনের রাজা হতে হলে যে পার্সোনালিটি দরকার হয় সেটা কিন্তু গাধার নেই।
একটা গাধা আর ঘোড়ার গল্প মনে পড়ে গেলো। একজন লবণ ব্যবসায়ি তাঁর ব্যবসায়ি লবণ নিয়ে অনেক দূর পাড়ি জমাতো গাধার পিটে করে লবণ বহন করে। কয়েক বস্তা লবণ গাধার পিঠে তুলে দিতো এবং সেটা নিয়ে অনেক দূরে যেতে হতো। একদিন গাধার সাথে ঘোড়ার দেখা হয়, ঘোড়া গাধাটি কে একটি বুদ্ধি দিলো তুমি যে রাস্তা দিয়ে যাও ওই রাস্তায় একটা পুকুর আছে তুমি ওই পুকুরে একটা করে ডুব দিবা।
গাধা জিজ্ঞেস করলো তুমি ডুব দিয়ে দেখো না তারপর কি হয় দেখো।ঘোড়ার কথা মতো গাধা যখন লবণ নিয়ে যাচ্ছিলো ওই পুকুরে পাশে আসাতে গাধাটি পুকুরে ঝাপ দিলো, তারপর অনেক কষ্ট করে লবণ ব্যবসায়িটি তুলে নেই। গাধাটি পুকুর থেকে ওঠে নিজেকে অনেক হালকা মনে করলো। লবণ পানিতে গলে যায় এটা গাধাটি জানতো না তবে এটা ঘোড়াটি জানতো বিদায় গাধাটিকে বলে, গাধাও সেটাকা সহজ ভাবে নিয়েছিলো।
যদি কোন বিষয় নিয়ে জানা না থাকে তাহলো আপনি কোন ভাবে কাজ করতে পারবেন না। গাধাটি ছিলো অলস, প্রতি নিয়ত গাধাটি পানিতে পড়ে যেতো পুকুরে। এতে করে ব্যবসায়ির অনেক লস হচ্ছেল। এটা দেখে লবণ ব্যবসায়িটি একটা কাজ করলো লবণের বদলে তুলা গাধার পিঠে তুলে দেয়। গাধাটি মনে মনে ভাবতেছে আজকে আমার পিঠে ওজন কম দেখাচ্ছে। আমি আরেকটু ওজন হালকা করার জন্য পুকুরে নেমে গেলো।
আপনি হয়তো আন্দাজ করতে পারতেছেন গাধাটি কত বড় বিপদে পড়ে গেলো। গাধাটি এখনো বুঝতে পারলো। তুলা যখন পানিতে পড়ে তাহলো সেটা অনেক ভরি হয়ে যায়। গাধাটি আর পুকুর থেকে উঠতে পারতেছে না। গাধার মালিক পুকুরে নেমে ওই রশি গুলো খুলে পেলে তারপর গাধাটি পুকুর থেকে উঠতে সক্ষম হয়।
পরিশ্রম ছাড়া সফল হওয়া কথা ভাবা যায়?
সত্যি বলতে পরিশ্রম ছাড়া সফলতার চিন্তা কথা ভাবা টা ও বোকামি। আপনি যদি বোকা হন তাহলে পরিশ্রম ছাড়া সফল হতে পারবেন। আপনাকে মোটিভেট করতে আরেকটা গল্প শেয়ার করতে পারি।
আপনি হয়তো এটা শুনে বিশ্বাস করবেন না। আমিও বিশ্বাস করে নি প্রথমে, আমার এক পরিচিত ভাই বলে ছিলো তারপর আমি বিশ্বাস করেছি।সারাবছর পড়াশোনা না করে ও পরীক্ষায় A+ তুলা সম্ভব। এই ঘটনাটি H.S.C পরীক্ষার কাহিনী, পরীক্ষার আগে পড়ে জাস্ট A+ পাওয়া ছোটখাটো ব্যাপার না।
যে পরীক্ষা A+ পেয়েছে শুধু ও না, ওর সামনে যারা ছিলো তারা ও A+ পেয়েছে। শুধু সামনে বা পিছনের জন না। তাদের সারির সবাই A+ পেয়েছে। কারণ তাদের পুরো সারি একেক জন থেকে একজন দেখে দেখে লেখেছে।দেখে দেখে A+ পেয়ে হয়তো সে খুশি হতে পেরেছে বাট সে কোন ভালো বিশ্ববিদ্যালয়ের চান্স পাইনি। তার ব্যাচ মেন্টরা ভালো বিশ্ববিদ্যালয়ের এবং কেউ কেউ ডাক্তারি পড়তেছে বাট ওর করা সম্ভব হয়নি কারন সে সারা বছর পড়াশোনা করে নি।
দেখে পরীক্ষা দিয়ে A+ পাওয়া এটা কোন ছাত্র জন্য সুখবর না। সে পরিশ্রম না করে সফল হতে চেয়েছিলো তার ফল সে পেয়েছে। আপনি সফল হবেন আপনার পরিশ্রম এর কারণে বিনা পরিশ্রমে আপনি কখনো সফল হতে পারবেন না।সবসময় বিপল হবেন, সফল হতে হলে আপনাকে অক্লান্ত পরিশ্রম এর বিকল্প নেই। পরিশ্রম করবেন অবশ্যই সফল হবেন তার আগে সফলতা চিন্তা করা যাবে না।সফল হবেন তখনই আপনার পরিশ্রম থাকবে। কিছু না করলে বিজয়ের ধনী শোনা যায় না।
সফল হতে হলে আপনাকে ছাড়তে হবে নিজের সব বদ অভ্যাস।মনে রাখবেন মানুষ দাস্তব