Rani Mukerji Biography (রানী মুখার্জি জীবন কাহিনী)
ভারতীয় অভিনেত্রী Rani Mukerji যার অভিনয়ের জয় করে নিয়েছে লক্ষ লক্ষ ফিল্ম প্রিয় মানুষের। আমদের আগ্রহ শেষ থাকে না, আমাদের জনপ্রিয় অভিনেত্রী কি করে, কোথায় থাকে, তাদের ব্যাক্তিগত জীবন নিয়ে আমাদের আগ্রহ বেশি থাকে সবসময়।
রানী মুখার্জি তার হাসিখুশী চেহারার জন্য সবসময় আলোচিত থাকে। এই অভিনেত্রী জন্ম ২১ মার্চ ১৯৭৮ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।তার বাবা রাম মুখার্জি ছিলেন চলচ্চিত্র প্রয়োজক এবং তার মা কৃষ্ণা মুখার্জি, একজন সুপরিচিত প্লেব্যাক কণ্ঠশিল্পী। ছোটবেলা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেড়ে ওঠেন রানি মুখার্জি, তার বাবা- মা যেহেতু এই ইন্ডাস্ট্রিতে আছেন, তারও এই ইন্ডাস্ট্রিতে আসতে বেশি সময় লাগেনি।
২০০০ সালের দশকে দিকে সেরা অভিনেত্রীদের তালিকায় স্থান করে নেন। এবং তার ক্যারিয়ার লাইফে সাতটি ফিল্মফেয়ার পুরস্কার এবং বেশ কয়েকটি সম্মান পান।
Table of Contents
বলিউড ইন্ডাস্ট্রিতে nepotism বেশি হওয়ার কারণ কি?
কথায় আছে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে এই স্লোগানে নায়ক নায়িকার ছেলে-মেয়ে তো নায়ক নায়িকা হবে।
ইন্ডিয়া ম্যাক্সিমাম স্বজনপ্রীতি বা nepotism বেশি হয়ে থাকে। মানুষের যোগ্যতা না থাকলে তারা স্বজনপ্রীতি এর মাধ্যমে ওই স্থানে আসতে চেষ্টা করে থাকে।
Nepotism বা স্বজনপ্রীতি কি?Nepotism হলো নিজের যোগ্যাতা না থাকলে পারিবারিক বন্ধনের ওপর নির্ভর করে ওই স্থান দখল করে যোগ্য ব্যক্তিকে ওই স্থানে আসতে না দেওয়ার নামই Nepotism বা স্বজনপ্রীতি। এটি বেশি দেখা যায় কর্পোরেট বিজনেস, খেলায় রাজনীতিতে এসব স্থানে বেশি দেখা যায়।
বলিউডে সুশান্ত সিং রাজপুত সোসাইট করার মূল কারণ হিসাবে নেপোটিজমকে ধরা হয়।
Rani Mukerji সম্পর্কে:
রানি মুখার্জি পুরো পরিবার পরিবার বলিউড চলচিত্র ব্যাবসার সাথে জড়িত ছিলো, তার দাদা-দাদি, বাবা-মা তার কাজিন।একবার ভেবে দেখুন তার তো কোন ধরনের পরীক্ষা দিতে হয়নি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে কত সহজে এই জগতে ঢুকে গেছে। রানি মুখার্জি ফিল্ম জগতে আসতে না চাইলে ও সে চলে আসতো কারণ তার পরিবার এই জগতে ইন-বলব।ছোট কাল থেকে রানি মুখার্জি অভিনয় জগতে বেড়ে ওঠলেও তার অভিনয় এর প্রতি তেমন মনোযোগী ছিলো না।
একবার ছোট একটা রোল করার জন্য তার বাবা পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন সেই অভিনয় তেমন মুগ্ধকর ছিলোনা। অভিনয়ে পারদর্শী না থাকার সত্বেও তার বাবার নির্মিত ফিল্ম “রাজা কি আয়েগি বারাত” এই মুভিতে অভিনয় করেন তবে এটা দিয়ে যাত্রা শুরু হলেও এটা তেমন।সফলতা মুখ দেখেনি। ১৯৯৮ সালে একটি অ্যাকশন ফিল্ম দ্বারা তার জনপ্রিয়তা পাই মুভিটার নাম “গুলাম”
আরও পড়তে পারেন:
তানিয়া বৃষ্টির জীবন কাহিনী: বাংলাদেশী বিনোদন জগতের উজ্জ্বল তারকা
এই মুভিটি বক্স অফিসে হিট হওয়ার পর, আরেক জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের সাথে ফিল্ম করার চান্স পাই, kuch kuch hota hai (1998) সালে মুক্তি পাই। এই ফিল্ম আরেকজন গুণী অভিনেত্রী ছিলো যার নাম কাজল। কাজল আর রানি চাচাতো বোন। আগের ফিল্ম হিট হওয়ার জন্য , তার বোনের সুপারিশে বড় এক মুভিতে বড় রোল পাই অভিনয় করার জন্য।
Rani Mukerji জনপ্রিয়তা কেন হারিয়ে যায়?
বলিউড ইন্ডাস্ট্রি জনপ্রিয় ধরে রাখা অনেক বড় মুশকিল। জনপ্রিয়তা ধরে রাখতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় ত্যাগের পাশাপাশি নিজের স্কিল ও থাকতে হয়। যদি অভিনয় শিল্পে ভালো দক্ষ না হলে জনপ্রিয়তা নিয়ে বেশিদূর এগোনো যায় না।
অভিনেত্রীদের অভিনয় এর পাশাপাশি ফিটনেস, রূপচর্চা মতো অনেক কাজ করতে হয়। এসব করতে ব্যর্থ হলে এই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাবেন সহজে।
ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাওয়ার কারণ:
- 2007 – 2010 সালে Yash Raj Film এর সাথে বেশ কিছু ফিল্ম কাজে করে।
- ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত বেশিরভাগ ফ্লপ মুভি উপহার দেয়।
- এই অসফল মুভি তার কাল হয়ে দাঁড়াই হারিয়ে যাওয়ার জন্য।
- মুভির কাহিনি যদি ভালো না হয় তাহলে অকালে হারিয়ে যাবে।
- মুভির চরিত্র এর পাশাপাশি অভিনয় চরিত্র ভালো না হলে মুভি ফ্লপ হবে।
- Director যদি ভালো না হয় তাহলে ও কাল হয়ে দাঁড়াবে।
এই ৪ বছর রানির জন্য ছিলো একটা মুর্মশ কিছু বছর। তবে সে ফিরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিল তবে পারে নাই।
আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন দেখারা সুযোগ পাবে।