এক সময় এক লোক একটা সার্কাস এর পাশ দিয়ে যাচ্ছিল, সে দেখতে পেলো এক লোক হাতির গলায় দড়ি দ্বারা বাঁধতেছে এত বড় হাতিকে।

তার মনে খটকা লাগলো , এতো বড় হাতকে কি করে দড়ি সাহায্যে বাধা হচ্ছে। কোন চেইন বা কোন খাঁচা নয় শুধু মাত্র রশির সাহায্যে এত বড় একটা প্রাণিকে বাঁধা হচ্ছ।

লোকটি প্রশিক্ষকে প্রশ্ন করেতেছে , এত বড় হাতিকে এই সাইজের রশি দিয়ে বাঁধে রাখা হয়। সে তো এই রশিকে নিমিষেই ছিড়ে ফেলতে পারবে।

হাতি চাইলে তো এটিকে ছিড়ে মুক্তভাবে চলে যেতে পারে যেকোন সময়। ঐই প্রশিক্ষক টি বলতেছে,

যখন তারা খুব ছোট ছিল, তখনও তাদেরকে এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো,

যা বেঁধে রাখার জন্য তাদের ঐ সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল।

হাতিগুলো যখন বড় হয় তাদের ধারনা জন্ম নেয় যে এই দড়ি গুলো তাদেরকে নিয়ন্ত্রন করতেছ।

এই দড়ি ছেড়ে বেরিয়ে আসা যাবে না। এক ধারণকে বিশ্বাসে পরিণত হয়ে গেছে।

তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুন বড় হলেও তাদের বিশ্বাস যে, এই দড়ি এখনো তাদের ধারণ করতে পারে।

তাই তারা তা ছিড়ে বাইরে যাবার কোন প্রচেষ্টা কোন দিনও করে না।

আপনি যদি হাতির মতো বিশ্বাস করে থাকেন , আপনার দ্বারা কিছু হবে না তাহলে ‍আপনি অনেক বড় ভুল করবেন।

বিশ্বাস আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে, ব্যর্থতা হল শিখার একটি অংশ