মাইক্রোসফট বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির আসনে আছে মাইক্রোসফট। এই সফটওয়্যার কোম্পানির বাজার মূলধন হল ৩ দশমিক ৩৪ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩৪ হাজার কোটি ডলার।
অ্যাপল হল প্রযুক্তি কোম্পানি। অ্যাপলের বাজার মূলধন হল ৩ দশমিক ১৮ ট্রিলিয়ন বা ৩ লাখ ১৮ হাজার কোটি ডলার।
এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির মধ্যে একটি হয়ে উঠে যার বাজার দাম ৩ লাখ ১১ হাজার কোটি ডলার। এটি একটি চিপ নির্মাতা কোম্পানি ।
অ্যালফাবেট বা সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটও পিছিয়ে নেই দামি কোম্পানীর তকমাতে। বত্যমান সময়ে গুগলের বাজারা দাম ২ লাখ ২১ হাজার কোটি ডলার।
অ্যালফাবেট বা সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটও পিছিয়ে নেই দামি কোম্পানীর তকমাতে। বত্যমান সময়ে গুগলের বাজারা দাম ২ লাখ ২১ হাজার কোটি ডলার।
সেরা ৫ এর মধ্যে আছে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুলো।৬ নাম্বারে আছে সৌদি আরবের রাষ্ট্রমালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো যার র্বতমান বাজারের দাম ১ লাখ ৭৮ হাজার কোটি ডলার।
মেটা এক সময় টপ ৪ এর মধ্য ছিল এক সময় বর্তমান সময়ে এটা ৭ নেমে এসেছে।এই কোম্পানির বর্তমান বাজার দাম ১ লাখ ২৫ হাজার কোটি ডলার।
টিএসএমসি এই কোম্পানির নাম মানুষ তেম জানে না এটা মূলত সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর বাজার মূলধন ছিল ৯০ হাজার ২২৩ কোটি ডলার।
টপ কোম্পানির নাম আসবে সেখানে ওয়ারেন বাফেটের কোম্পানি নাম আসবেনা এটা হয়।বার্কশায়ার হ্যাথাওয়ের স্থান নবম।এর বাজার দাম৮৮ হাজার ৪৭৯ কোটি ডলার।
টপ ১০ এর মধ্যে আছে বৃহৎ ওষুধ কোম্পানি এল লিলি এই কোম্পানি ১৩টি দেশে তাদের ওষুধ কারখানা আছে এর বাজার দাম ৮৪ হাজার ৪ কোটি ডলার।