ফিন্যান্স কাকে বলে

ফিন্যান্স কাকে বলে | ফিন্যান্স বলতে কি বুঝায় – msterblog

অর্থনৈতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ফিন্যান্স এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ফিন্যান্স কাকে বলে? ফিন্যান্স বা ফাইন্যান্স কিন্তু একই শব্দ।কোন প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি কার্যকারি ভূমিকা হলো তাদের ফাইন্যান্স সোর্সটা কোথায় থেকে আসবে বা আসে। আপনার একটা প্রতিষ্ঠান আছে এটা বড় নাকি ছোট সেটা বোঝা যায় আপনার প্রতিষ্ঠানটি ফাইন্যান্সিয়াল ভাবে কত বড়।

আপনার কোম্পানি ফাইন্যান্সিয়াল কাঠামো গড়ে তুলতে না পারলে আপনার প্রতিষ্ঠানের অর্থনীতি  অবস্থা পুরো ভেঙে যাবে।শুধু আপনার ক্ষেত্রে এটা হবে না প্রত্যেক কোম্পানির জন্য এটা প্রযোয্য এখন আমরা বলতে পারি কোন company নির্ভর করে ফিন্যান্সের উপর।

আপনার যদি ফিন্যান্স নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে আপনার সব প্রশ্নর উওর পাবেন এই পোস্টে।

কেন এটি এতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে, এটার আদৌও কি ভ্যালু আছে? অবশ্যই এর গুরুত্ব আছে। আপনি হয়তো এই পোস্টটি গুগলে সার্চ করে এসেছেন অথবা কোন মাধ্যমে থেকে এসেছেন।

যেকোনো অর্থনৈতিক দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নাম হলো Finance। যেটি ঠিক মত ম্যানেজমেন্ট না করতে পারলে পুরো অর্থনীতির ব্যবস্থা ভেঙে পড়ে। আজকের এই আর্টিকেলটি থেকে আমরা Finance সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

যেখান থেকে আপনি ফিন্যান্স কাকে বলে, ফিন্যান্স কি? (What Is Finance), Finance এর জনক কে এবং Finance এর কাজ কি – এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

তাই যদি আপনিও Finance সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আজকের আর্টিকেলটি পড়তে থাকুন।

ফাইন্যান্স কি বা ফিন্যান্স কি?

প্রশ্ন আছে আমাদের  What is Finance, এটার উওর সাধারণ ভাবে বলতে গেলে অর্থ বা টাকা সংগ্রহ করাকে সচারাচর ফাইন্যান্স বা ফিন্যান্স বলে।আরও গভীর ভাবে বলতে গেলে একটা প্রতিষ্টানে অর্থিক সংস্থা পরিচালনা করে সেটা হলো অর্থ বা টাকা।

ফাইন্যান্স ও ফিন্যান্স দুটিই একই শব্দ, কেউ কেউ বলে ফিন্যান্স আবার কেউ কেউ বলে ফাইন্যান্স। এটা নিয়ে আপনার কোন মত-বিবাদ নাও থাকতে পারে। আপনি যেটা বলবেন সেটাই ঠিক। আপনার কোম্পানি অর্থের পরিকল্পনা, সংরক্ষণ কিংবা অর্থ
নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কাজকে ও Finance  বলা হয়।

আরও পড়তে পারেন:

নিজের পথ নিজেকে তৈরি করতে হয়

সফলতার শিক্ষনীয় গল্প:সফল মানুষের কাছ থেকে আমরা কি শিখব

নিজেকে পরিবর্তন করার উপায় (৬ মাসে নিজেকে তৈরি করার উপায়)

এটি হতে পারে ধার , সঞ্চয়, ব্যয় ,বিনিয়োগ, ঋণ, বাজেট , ইত্যাদি। মানুষ মনে করে থাকে অর্থ অর্থ নগদের চেয়ে ও বেশি আসলে তা না। অর্থ অনেক আর্থিক লেনদেনের জন্য ব্যবহার করা একটি আইনি দামাদামি আর্থিক সংস্থার পরিচালনাকে বোঝায়।

ফিন্যান্স কি

কোন কোম্পনির জন্য অর্থ হালনাগাদ তৈরি করা। মনে করুন আপনার একটা xyz কোম্পানি আছে। এই কোম্পনির জন্য আপনার টাকা পয়সা লেনদেন এর জন্য একজন ব্যাক্তি লাগবে থাকে আমরা একাউন্ট বলতে পারি। আপনি ইনভেস্ট করবেন কিংবা ব্যাংক থেকে আপনি লোন নিবেন তাহলে আপনার থেকে একজন ফাইনাসে এক্সপার্ট লাগবে।

ফিন্যান্স ও ব্যাংকিং এর অর্থ কি?

ফিন্যাস ব্যাংকার সাথে সম্পর্কিত। ফিন্যাস টাকা পয়সার সাথে সম্পর্কিত এইটা টিক। আমরা ফিন্যাস বলতে আর্থিক নীতি নির্ধারণ , অর্থ বিনিয়োগ , অর্থের উৎস ইত্যাদি কে ফিনান্স বোজানো হয়।

অপর দিকে ব্যাঙ্কিং হলো টাকা জামানমত নেওয়া , আপনি হয়তো আমাদের হাতে টাকার মধ্যে লক্ষ করলে দেখবেন চাহিবামাত্র ইহার বাহককে ১০ টাকা দিতে বাধ্য থাকিবে। ব্যাংক আমাদেরকে টাকা জমা এবং উত্তোলনের জন্য সুযোগ প্রদান করে থাকে এইটা হলো ব্যাংকিং।

ফাইন্যান্স এর কাজ কি?

ফাইন্যান্স একটি কাজের মধ্যে সীমাবদ্ধতার না, এটি অর্থের সাথে  সম্পকির্ত সকল কাজকে বোঝানো হয়। এক কথায় সকল  অর্থআয়নের কাজের সমষ্টিকে ফিন্যান্স এর কাজ বলা হয়। 

ফিন্যান্স কোম্পানি গুলো বিভিন্ন ধরনের কাজে সাথে সম্পকির্ত থাকে যেমন: ইনভেস্টমেন্ট, ফান্ডিং এর ব্যবস্থা করা, টাকা লোন বা ধার দেওয়া ইত্যাদি করে থাকে।

সঠিক সময়ে সঠিক কাজটি করতে না পারলে আপনি সফল হতে পারবেন না। আপনার কোম্পানি বড় হতে হলে ইনভেস্ট লাগবে , সে ইনভেস্টমেন্ট এর জন্য বিভিন্ন মানুষের কাছে যেতে হবে তাদের সাথে কথা বলে আপনার ফান্ডিং এর ব্যবস্থা  করতে হবে।

আরও উল্লেখ্য হলো ব্যক্তি এবং অন্যান্য প্রতিষ্ঠানের থেকে ইনভেসমেন্ট গ্রহণ করা এবং তাদেরকে প্রফিট দেওয়া ইত্যাদি এসব কাজই  ফাইন্যান্সের সাথে জড়িত।

কোন কাজ সম্পন্ন করতে হলে সঠিক পরিকল্পনার প্রয়োজন।ঠিক তেমনি কোন  কোম্পানিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিক ম্যানেজমেন্ট এর সাথে ভালো একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে। 

বিভিন্ন ক্ষেত্রে টাকা ইনভেসমেন্ট বা টাকা লোন নেওয়া এবং ম্যানেজ করতে পারা। যেমন কর্মীদের বেতন  দেওয়া, মালপত্র কেনার টাকা, আমদানি ও রপ্তানি করার জন্য গাড়ি ভাড়া, আপনার প্রতিষ্ঠানের জন্য কোন অফিস ভাড়া নেন তাহলে সেটার ভাড়া বাবদ, বিদ্যুৎ বিল ইত্যাদি  বিভিন্ন ধরনের খরচ হয়।এই সকল কাজগুলিকে সঠিকভাবে পরিচালনা করাকে Finance বলা হয়।

ফিন্যান্স কাকে বলে বা ফাইন্যান্স কাকে বলে ?

সাধারণ ভাষায় বলতে গেলে, কোন প্রতিষ্ঠানের কার্য চালানোর জন্য যে অর্থনীতি ব্যবস্থা রয়েছে বা টাকা পয়সা ম্যানেজমেন্টকে ফাইন্যান্স বলে।এটি মূলত ফ্রেঞ্চ শব্দ। কোন কোম্পানিকে ভালো মতো পরিচালনা করার জন্য বিভিন্ন রকমের কাজ করতে হয়।

Finance হলো তার মধ্যে অন্যতম।কর্মির বেতন, মালপত্র কেনার টাকা,আমদানি-রপ্তানি করার জন্য বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে অথবা গাড়িভাড়া ইত্যাদি সব মিলিয়ে ফিনান্সের আওতায়। কোন কোম্পানি কোথাও ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে তাহলে আগে তার থেকে ফাইন্যান্স এক্সপার্ট এর সাথে কথা বলে ডিসিশন নিতে হবে কি রকম ইনভেস্ট করতে হবে বা করলে কেমন হবে ইত্যাদি।

ফিন্যান্স কাকে বলে

টাকা থাকলে ফাইন্যান্স আসবে, কোম্পানি থাকলে ব্যবসা বড় হবে। কোম্পানি প্ল্যান ভালো হলে সেটা অটোমেটিক বড় হয়ে যাবে। এক কথায় বলতে গেলে টাকা পয়সা ইনভেস্ট করতে বা ম্যানেজমেন্ট করতে যে প্রক্রিয়া করা হয় এটাকে ফাইন্যান্স বা ফিন্যান্স বলে।

আশা করি ফাইন্যান্স সম্পর্কে আপনারা ভালো মতো বুঝেছেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে সবকিছুতে সহোযোগিতা করতে চেষ্টা করবো।

ফিন্যান্স এর বাংলা কি?

Finance হলো ইংরেজি শব্দ  ফিন্যান্স এর বাংলা অর্থ করলে দাঁড়ায় হলো অর্থায়ন বা অর্থসংস্থান।

আধুনিক ফিন্যান্স এর জনক কে?

ফিন্যান্স যেহেতু ইংরেজি শব্দ, এটার জনক তো কখনো বাংঙ্গালি কেউ হতে পারবে না। আধুনিক’ ফিন্যান্সের জনক বলা হয় ইউজিন ফ্রান্সিস ফামা‘ কে ‘য়।ইউজিন ফ্রান্সিস ফামা‘ কে ‘য় একজন
একজন মার্কিন অর্থনীতিবিদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top